
ফাতেহ ডেস্ক:
সদ্য প্রয়াত হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তার লাশ নিয়ে রাজনীতি করা ও কওমি অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার শীর্ষ আসাতাযায়ে কেরাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো শীর্ষ শিক্ষকদের স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে শিক্ষকরা বলেন, মাদরাসায় নিয়মিত ক্লাস চলছে। হাইআতুল উলয়ার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসার ছাত্র-শিক্ষক সবাই সন্তুষ্ট রয়েছেন। শাহ আহমদ শফীর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা নির্জলা মিথ্যাচার ছাড়া কিছু না।
বিবৃতিতে আরও বলা হয়, শাহ আহমদ শফী স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় মাদ্রাসার শুরা কমিটির কাছে (মহাপরিচালকের) দায়িত্ব হস্তান্তর করছেন। তার মৃত্যু স্বাভাবিক হয়েছে। এই মৃত্যুতে মাদ্রাসা কর্তৃপক্ষ অত্যন্ত মর্মাহত।
এছাড়া মাদ্রাসার ছাত্র আন্দোলনে কোনো শিক্ষক, বাইরের কোনো সংগঠন কিংবা ব্যক্তির উসকানির অভিযোগও নাকচ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে সাক্ষর করেছেন– আল্লামা মুফতি আজম আব্দুস সালাম চাটগামী, পরিচলানা কমিটির প্রধান, আল্লামা মুফতি নূর আহমদ, সদস্য মজলিসে ইলমী, আল্লামা শেখ আহমদ, সদস্য পরিচালনা কমিটি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, শায়খুল হাদীস ও শিক্ষা সচিব , আল্লামা হাফেয শোয়াইব, সহকারী শিক্ষা সচিব, মাওলানা ইয়াহইয়া, সদস্য পরিচালনা কমিটি, মাওলানা ওমর মেখলী, সদস্য মজলিসে ইলমী, মাওলানা মুফতি জসীম উদ্দীন প্রধান নাজেমে দারুল ইকামা , মাওলানা কবীর আহমদ সদস্য দারুল ইকামা , মাওলানা আশরাফ আলী নেজামপুরী সদস্য দারুল ইকামা, মাওলানা হাফেয আহমদ দিদার কাসেমী সিনিয়র শিক্ষক , মাওলানা ফোরকান আহমদ সদস্য দারুল ইকামা।