জয়পুরহাটে সাত শ বছরের পরিত্যক্ত মসজিদে শুরু হলো নামাজ

ফাতেহ ডেস্ক:

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শত বছরের প্রাচীন ও পরিত্যক্ত মসজিদে আবারও আজান ও নামাজ আদায় শুরু হয়েছে। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) জোহর নামাজের জামাতের মাধ্যমে নতুন যাত্রা শুরু হয় প্রাচীন মসজিদটির।

এলাকাবাসী জানায়, উপজেলার পাঠানপাড়ায় অবস্থিত এ মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তাঁদের ধারণা, প্রায় সাত শ বছর আগে সুলতানি আমলে মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের সামনে পাকা ঘাট বাঁধানো প্রাচীন পুকুরও রয়েছে, যা দেখে ধারণা হয় প্রাচীনকালে এখানে হয়তো কোনো সমৃদ্ধ নগর ছিল।

‘পাঠানপাড়া মসজিদ’ খ্যাত পরিত্যক্ত মসজিদ আবাদের মূল উদ্যোক্তা স্থানীয় আলেম ড. একলিমুর রেজা। মসজিদ ও আশপাশের জমির মালিকানা তাঁর বাবা ও চাচার মালিকানাধীন। তিনি গণমাধ্যমকে বলেন, ১৯৭২ সালে তাঁর বাবা ও বড় চাচা হিন্দু মালিকদের কাছ থেকে পাঁচ একরের মতো ভূমি কেনেন। তবে ব্রিটিশ আমল থেকে ভূমির কিছু অংশ মসজিদ হিসেবে চিহ্নিত ছিল। তখন ভূমি অফিসের দায়িত্বশীলরা তাদেরকে মসজিদের তত্ত্বাবধায়ক এবং অবশিষ্ট ভূমির মালিকানা প্রদান করে দলিল করে দেন।

মসজিদের সঙ্গে একটি মাদরাসারও উদ্বোধন হয়েছে। পরিত্যক্ত মসজিদে নামাজ শুরু হওয়ায় স্থানীয় মুসলিমরা সন্তোষ প্রকাশ করেছেন।

আগের সংবাদফাইজারের টিকা বিবেচনা করে দেখছে ডব্লিউএইচও
পরবর্তি সংবাদআমিরাতের কাছে অস্ত্র বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার সংস্থাগুলোর চিঠি