গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩১৬, মৃত ৩৫

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ছয় হাজার ৭৪৮ জনের প্রাণহানি ঘটেছে এই ভাইরাসে।

বৃহস্পতিবার বিকালে কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩১৬ জন। তাদের নিয়ে মোট চার লাখ ৭১ হাজার ৭৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

নতুন দুই হাজার ৫৯৩ জনসহ মোট সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৮৮ হাজার ৩৭৯ জন। আর গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আগের সংবাদসিলেটের প্রাচীন মসজিদ ও মাদরাসার সন্ধানে
পরবর্তি সংবাদভাস্কর্য ও মূর্তি নিয়ে শীর্ষ উলামায়ে কেরামের ফতোয়া প্রকাশ