বগুড়ায় ইসলামী জলসাসহ সব ধরনের অনুষ্ঠান বন্ধ

ফাতেহ ডেস্ক:

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বগুড়া সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, খেলার মাঠ, বাড়ির উঠান বা খোলা জায়গায় ইসলামী জলসাসহ সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এ আদেশ দিয়েছেন।

আজ জারি করা ওই আদেশে বলা হয়েছে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদেশে বলা হয়, কোভিড-১৯ সেকেন্ড ওয়েভ মোকাবিলায় বগুড়া সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, খেলার মাঠ, বাড়ির উঠান অথবা খোলা জায়গায় ধর্মীয় অনুষ্ঠান (ইসলামী জলসা) / সনাতন ধর্মীয় সমাবেশ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, জন্মদিন, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে জনসমাগম হয় এ রকম অনুষ্ঠানাদি বন্ধ রাখতে হবে।

আগের সংবাদ‘লাভ জিহাদ আইনে’ ভারতে প্রথম মুসলিম যুবক গ্রেফতার
পরবর্তি সংবাদ‘হেফাজত-খেলাফতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে’