
ফাতেহ ডেস্ক:
ইরানের সঙ্গে বিশ্ব শক্তিধর দেশগুলোর ২০১৫ সালে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু ২০১৮ সালে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আবারও সেই চুক্তিতে ফিরে আসতে চান বলে জানিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পারমাণবিক অস্ত্রের লড়াই এড়ানোর সেরা উপায় হলো- এই চুক্তিতে পুনরায় যোগ দেয়া। নয়তো আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারি, যেখানে দেখা যাবে সৌদি আরব, তুরস্ক, মিশর এবং অঞ্চলটির অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিকাশের চেষ্টা করছে।
তবে এই চুক্তিতে আবারও ফিরে আসা সহজ হবে না জানিয়ে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতে তার প্রশাসন মিত্র দেশগুলো এবং অংশীদারদের সহযোগিতায় আলোচনায় অংশ নিতে এবং অতিরিক্ত চুক্তি গড়ে তোলার চেষ্টা করবে। যা ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরোপিত বিধিনিষেধকে আরো জোরদার ও প্রসারিত করবে।
অবশ্য নির্বাচনী প্রচারণার শুরু থেকেই জো বাইডেন প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে, তিনি তার মেয়াদকালে ইরানের পারমাণবিক চুক্তিতে পুনরায় যোগদান করবেন।