
ফাতেহ ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মির্জাপুরের কুর্নী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট রোবায়েত হোসেন বলেছেন, ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়। নিহত লোকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।