
ফাতেহ ডেস্ক:
সীমান্তে মাদক, চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে বাহিনীর ৯৫তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আধুনিক সুযোগসুবিধা নিশ্চিত করে বিজিবিকে চৌকষ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যরা বীরত্বের সাথে লড়াই করে স্বাধীনতার পথ সুগম করেছিলো। সেই অর্জনের কথা মাথায় রেখে দেশ গড়ার কাজে বিজিবির সদস্যদের ভূমিকা পালন করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।