
ফাতেহ ডেস্ক:
খুলনায় ১০ লক্ষ টাকার জাল নোট, জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। খুলনার সোনাডাঙ্গা থানাধীন পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক আসামিরা হচ্ছেন, বাগেরহাট কচুয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মোঃ সালাউদ্দিন শেখ(২৪) ও একই এলাকার মৃত নেছারউদ্দিন শেখের ছেলে মোঃ একরাম শেখ(৫২)।
র্যাব জানায়, বুধবার রাতে সোনাডাঙ্গার পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরী চক্রের মূলহোতা মোঃ সালাউদ্দিন শেখ ও মোঃ একরাম শেখকে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ১০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়৷ গ্রেফতারের পর আসামিদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।