ফোনে মোদির সঙ্গে ৩৫ মিনিট কথা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তার সহযোগিতা চেয়েছেন বিজেপি নেতা। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭০০ ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনের সুমিতে আটকা পড়েছে। সরকারি সূত্র জানিয়েছে, দুই নেতা ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেন। তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে পূর্ব ইউরোপের দেশটির বর্তমান পরিস্থিতি।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন যে, ভারত সবসময় সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান চায় এবং দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে।

এ নিয়ে দ্বিতীয়বার ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মোদি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মধ্যে কথা হয়েছিল।

আগের সংবাদইউক্রেনের চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার
পরবর্তি সংবাদআমতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মা-ছেলের