আমতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মা-ছেলের

ফাতেহ ডেস্ক:

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (৭ মার্চ) সকালে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চুনাখালীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরনাহার বেগম (৪২) ও রাকিব (১৬) নিহত হয়েছে। বাবার বাড়ি থেকে পায়ে হেটে ফেরার পথে একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। র‌্যাব-৮ ঘাতক চালক ও পিকআপটি আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালাম হাওলাদারের স্ত্রী নুরনাহার বেগম (৪২) ও ছেলে রাকিব হাওলাদার রবিবার সন্ধ্যায় বাবা ফজর পাহলানের বাড়ি বেড়াতে যান। সোমবার সকালে মা ছেলেকে নিয়ে পায়ে হেটে বাড়িতে ফেরার পথে সকাল ৮ টার সময় পশ্চিম চুনাখালী কালভার্টের পাশ দিয়ে সড়ক পার হওয়ার সময় পটুয়াখালী থেকে আসা মালবোঝাই (চট্ট মেট্রো-ন-১১-৯০৬৩) একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় মানুষের সহায়তায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা পিকআপসহ পিকআপের চালক মো. নুরুল আলমকে আটক করে আমতলী থানায় হস্তান্তর করে। পুলিশ মা ছেলের লাশ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক চালক এবং পিকআপ আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আগের সংবাদফোনে মোদির সঙ্গে ৩৫ মিনিট কথা বললেন জেলেনস্কি
পরবর্তি সংবাদজামায়াত-শিবিরের ৫৭ নেতাকর্মী গ্রেফতার