সাত দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্র সাব্বিরের

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় মো: সাব্বির আহম্মেদ (১১) নামে স্থানীয় একটি কওমী মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে। সাত দিন পার হয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি।

গত মঙ্গলবার (১ মার্চ) ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমী মাদরাসা থেকে নিখোঁজ হয় সে। মো: সাব্বির আহম্মেদ পার্শবর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার বলদী গ্রামের মো: আলাল মিয়ার ছেলে। সেই ওই মাদরাসায় কুরআন শরীফের নাজরানা বিভাগে পড়ত।

রোববার ছেলে নিখোঁজ হওয়ায় তার বাবা মো: আলাল মিয়া থানায় একটি জিডি করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মো: সাব্বির আহম্মেদ তার মা-বাবার সাথে ভালুকা উপজেলার হাজির বাজার মসজিদ মার্কেট এলাকার মোখলেছের বাড়িতে ভাড়া থাকত। পড়ত ওই মাদরাসায়। কিন্তু গত মঙ্গলবার (১ মার্চ) হঠাৎ সাব্বিরের বাবার কাছে মাদরাসা থেকে ফোন আসে যে, তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল অথচ এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

সাব্বিরের বাবা মো: আলাল মিয়া জানান, তার ছেলের উচ্চতা তিন ফুট পাঁচ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গড়ন এবং পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি। তিনি তার ছেলের সন্ধানে সবার সহযোগিতা চেয়েছেন।

মাদরাসার পরিচালক আলহাজ্ব হাতেম খান জানান, ওই শিশুটি এর আগেও দুইবার না জানিয়ে চলে গিয়ে আবার ফিরে আসে। কিন্তু এবার এক সপ্তাহ কেটে গেলেও এখনো ফেরেনি।

ভালুকা মডেল থানার এসআই বিল্লাল জানান, শিশু শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হওয়ার পর খোঁজ-খবর নেয়া হচ্ছে।

আগের সংবাদদ্বিতীয় সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান
পরবর্তি সংবাদবাংলাদেশ-আরব আমিরাত ৪ সমঝোতা স্মারক সই