পুরান ঢাকায় আগুন লাগার ভিডিওটি আজকের নয়

ফাতেহ ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার লালবাগে শহীদনগর বউ বাজারের ৪নং গলিতে আজ আগুন লেগেছে বলে দাবি করা হচ্ছে। এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওটি দেখতে পারেন এখানে

বিভিন্ন আইডি থেকে শেয়ার করা কিছু ভিডিওর স্ক্রিনশট দেখুন:

No description available.No description available.

No description available.

শনিবার রাতে চট্রগ্রামের শীতাকুণ্ডে, রোববার রাতে পাবনা এবং মধ্যবাড্ডায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সোমবার সকালে খবর ছড়িয়ে পড়ে পুরান ঢাকায় আগুন লেগেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু তবে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে আজ পুরান ঢাকায় আগুন লাগার খবর প্রকাশ করেনি।

অনুসন্ধানে ভাইরাল ভিডিওটি আজকের নয় বলে প্রমাণিত হয়েছে। ভাইরাল ভিডিওটি ১৫ এপ্রিলের। গুগলে সার্চ করে দেখা গেছে, রাজধানীর লালবাগের শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে। ভাইরাল ভিডিওর ফুটেজ তখন প্রথম সারির গণমাধ্যমে ছাপা হয়েছিল।

১৫ এপ্রিলের খবর দেখতে পারেন প্রথম আলোতে
১৫ এপ্রিলের খবর দেখতে পারেন দেশ রূপান্তরে
১৫ এপ্রিলের ফুটেজ দেখতে পারেন ঢাকা পোস্টে

তখন ভিডিও প্রতিবেদন করেছিল গণমাধ্যম।

প্রথম আলোর ভিডিও দেখুন: https://cutt.ly/yJUPjeQ

যমুনা টিভির ভিডিও দেখুন: https://cutt.ly/9JUPRX9

সুতরাং পুরান ঢাকায় আজকের আগুন লাগার খবরটি ‘বিভ্রান্তিকর’।

আগের সংবাদ‘সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’
পরবর্তি সংবাদদেশি পশু দিয়েই কোরবানি, সব প্রস্তুতি সম্পন্ন সরকারের