![edited-suicide-in-jail-1565448438365](https://fateh24.com/wp-content/uploads/2022/10/edited-suicide-in-jail-1565448438365-696x408.jpg)
ফাতেহ ডেস্ক:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউইটি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করা ওই শিক্ষার্থীর নাম মেজবাউল জারিফ। তিনি আইনের (এলএলবি) ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মেজবাউল জাফরের ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জারিফ বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাগাতিপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে জারিফের ঘরের ছাদ থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জারিফ আত্মহত্যা করেছেন।
সূত্র : ইউএনবি