লালবাগ জামেয়ার শাইখুল হাদীস হাজী হাবীবুর রহমানের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সদরে শুরা ও শায়খুল হাদিস মাওলানা হাজী হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন। ২২ নভেম্বর মঙ্গলবার রাত ১২.২০ মিনিটে রাজধানী ঢাকার গেন্ডারিয়াস্থ আসগর আলী হাসপাতালে হযরত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাদরাসায় তিনি হাজী সাহেব হুজুর বলে খ্যাত ছিলেন।

লালবাগ মাদরাসান নায়েবে মুহতামিম মুফতি ফয়জুল্লাহ ফাতেহকে জানান, তিনি লালবাগ জামিয়ায় প্রায় ৫০ বছর যাবত তিনি দারস দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে মাওলানা হাবিবুর রহমান হাজ্বী সাহেব হুজুর পবিত্র ওমরার উদ্দেশ্যে বায়তুল্লাহর পথে রওয়ানা হয়ে ইমিগ্রেশনে থাকাকালীন অবস্থায় স্ট্রোক করেন। এরপর রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

তার জানাজার নামাজ বাদ জোহর লালবাগ জামেয়ায় অনুষ্ঠিত হবে।

আগের সংবাদ৮ মাসে রিমপ্রতি কাগজের দাম বেড়েছে ১৯০০ টাকা
পরবর্তি সংবাদইহরামের কাপড়ে বিদায়: যেমন ছিলেন হাজী সাহেব হুজুর