পর্যটক টানতে অ্যালকোহলের শুল্ক তুলে নিল দুবাই

আন্তর্জাতিক ডেস্ক:

এবার দুবাইকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন এক পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সেটা হলো, বিদেশি পর্যটকদের অ্যালকোহল কিনতে এখন আর শুল্ক দিতে হবে না। এত দিন তাঁদের অ্যালকোহল কিনতে ৩০ শতাংশ শুল্ক দিতে হতো। ইতিমধ্যে সরকারের এই নির্দেশনার আলোকে দেশটিতে অ্যালকোহলের দাম কমানো হয়েছে।

দুবাইয়ের অন্যতম বৃহৎ খুচরা অ্যালকোহল বিক্রেতা মেরিটাইম অ্যান্ড মার্কেন্টাইল ইন্টারন্যাশনাল (এমএমআই) ইনস্টাগ্রামে জানিয়েছে, ‘দুবাইয়ে এখন আপনার প্রিয় পানীয় কেনা আরও সহজ হলো।’ দুবাইয়ের আরেক অ্যালকোহল বিক্রেতা আফ্রিকান+ইস্টার্ন ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছে, তারা ইতিমধ্যে অ্যালকোহলের দাম কমিয়েছে এবং ব্যক্তিগত পর্যায়ে বিনা মূল্যে লিকার লাইসেন্স দিচ্ছে।

তবে এই সুবিধা সবার জন্য নয়, ইসলাম ধর্মাবলম্বীরা দুবাইয়ে অ্যালকোহল কেনার লাইসেন্স পান না। এ ছাড়া এই শুল্কছাড় আপাতত পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য দেওয়া হয়েছে।

আগের সংবাদতীব্র শীত থাকবে আরও কয়েকদিন: আবহাওয়া অধিদপ্তর
পরবর্তি সংবাদসোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত অন্তত ৩৫