ভূমিকম্পের জন্য সমকামীরা দায়ী : ইহুদি ধর্মগুরু

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমে সেফার্ডিক ইহুদিদের প্রধান রাব্বি শ্লোমো আমর বলেছেন, ভূমিকম্পের জন্য সমকামীরা দায়ী। তিনি তার সাপ্তাহিক ভাষণে অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেন।

এই ইহুদি ধর্মগুরু বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রতি যে ছোট বড় ভূমিকম্প হচ্ছে তার আসল কারণ, সমকামীদের স্বাধীনতা দেয়া।

এর আগেও বিকৃত রুচির সমকামীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন আমর।

উল্লেখ্য, ২০১৬ সালে এক বিবৃতিতে সমকামীদেরকে ঘৃণিত দল বলে আখ্যায়িত করেছিলেন শ্লোমো আমর। তিনি তখন বলেছিলেন, ইহুদি আইন অনুসারে সমকামীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।

সূত্র : জেরুজালেম পোস্ট

আগের সংবাদএক বছরে ভোটার বাড়লো ৫৮ লাখ ৬৪ হাজার
পরবর্তি সংবাদকেন সরব হচ্ছে না খতমে নবুওত সংগঠনগুলো?