তুরস্কে দ্বিতীয় দফার ভোট আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের দ্বিতীয় দফার নির্বাচন শুরু হবে আগামীকাল রবিবার। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন তুরস্কের নাগরিকরা। দেশটির জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন, আগামী পাঁচ বছর তুরস্ককে নেতৃত্ব দেবেন তিনি।

গত ১৪ মে অনুষ্ঠিত হয় তুরস্কের প্রথম দফা নির্বাচন। প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। প্রথম দফার ভোটে এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। অল্পের জন্য প্রেসিডেন্ট হতে পারেননি এরদোগান।

ওই একই ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫.২০ ভাগ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে এরদোগানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি। সিনানের এই সমর্থনের কারণে এরদোগানের জয়কে সময়ের অপেক্ষা হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা।

তবে অনেকের দাবি, এটাই শেষ কথা নয়। ভোটের দিন দেশটির জনগণই সিদ্ধান্ত নেবেন, কার ওপর তারা আস্থা রাখতে চান।

দেশটির ভোটাররা এমন একটা সময়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন, যার তিন মাস আগেই ভয়ংকর ভূমিকম্পে তছনছ হয়ে গেছে দেশটি।

নানা হিসাবেই বেশ গুরুত্বপূর্ণ এবারের তুরস্ক নির্বাচন। শেষ পর্যন্ত যিনি জয়ী হবেন, তিনি শুধু ন্যাটোভুক্ত দেশটির সাড়ে আট কোটি মানুষের নেতৃত্বই দেবেন না, বরং গভীর খাদে পড়া অর্থনীতিকে টেনে তোলা হবে বড় চ্যালেঞ্জ। পরবর্তী নির্চানের ওপর নির্ভর করবে দেশটির পররাষ্ট্রনীতি।

আগের সংবাদদেশের অর্থনীতি কঠিন সমস্যার মুখে : সিপিডি
পরবর্তি সংবাদতুরস্কে দ্বিতীয় দফার ভোট শুরু