বিশ্ব মানচিত্র থেকে ইসরাইলকে মুছে দিলো চীন

নিজেদের বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের নাম মুছে দিয়েছে চীন। শীর্ষ দুই চীনা কোম্পানি বাইদু এবং আলিবাবা সোমবার মানচিত্রের যে অনলাইন সংস্করণে প্রকাশ করেছে, তাতে ইসরাইলের নাম নেই।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘এমনকি লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র দেশের নামও (চীনা মানচিত্রের অনলাইন সংস্করণে) দেখা যাচ্ছে, কিন্তু ইসরাইলের নাম নেই।’

বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে ইসরাইলকে বাদ দিতে চীনের সরকারি পর্যায় থেকে কোনো নির্দেশ এসেছে কি না— জানতে চাওয়া হয়েছিল বাইদু এবং আলিবাবা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি।

গত ৭ অক্টোবর চলমান ইসরাইলের সাথে ফিলিস্তিনের যুদ্ধে চলছে। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলি বিমান বাহিনী হামলায় ৮ হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন। শহীদদের ৪০ শতাংশ শিশু এবং অপ্রাপ্তবয়স্ক।

অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের কিছু বেশি।

এদিকে এই সংঘাতের শুরু থেকেই দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে চীন।

দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুন সম্প্রতি বলেছেন,‘চীন চায় মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হোক এবং উভয়পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করুক। এ লক্ষ্যে চীন মিসরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে চলেছে। এবং আমরা মনে করি, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদানের ব্যাপারটিকে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।’

আগের সংবাদ২৮ অক্টোবরের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় আমেরিকা
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের জন্য সীমান্ত খুলে দিলো মিসর