দু’দিনে কবরে ৫০ ইসরায়েলি সেনা

গত দু’দিনে নিহত ৫০ ইসরায়েলি সেনাকে কবর দেওয়া হয়েছে। ইসরায়েলের একটি সামরিক গোরস্থান থেকে তোলা একটি ভিডিও ক্লিপে এ চিত্র দেখা গেছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমে ওই ভিডিও প্রচারিত হয়েছে।

ওই গোরস্থানে কর্মরত একজন ইরায়েলি গতকাল (রোববার) বলেছে, প্রতি এক ঘণ্টা অথবা ৯০ মিনিট পরপর সেখানে একটি করে ইসরায়েলি সেনার লাশ আসছে।

গত দু’দিনে ওই গোরস্থানে ৫০ ইসরায়েলি সেনার লাশ দাফন করা হয়েছে বলে ওই ইসরায়েলি জানিয়েছে।

এদিকে, ইসরায়েল গতরাতে স্বীকার করেছে, তার আগের ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের আরো ১৩ সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ওই উপত্যকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৬৩ জনে পৌঁছেছে।

তবে গাজায় নিহত ইসরায়েলি সেনাদের যে সংখ্যা তেল আবিব প্রকাশ করছে তা সঠিক নয় বলে জানিয়েছে হামাস।

সংগঠনটি বলছে, তাদের হাতে আরো অনেক বেশি ইসরায়েলি সেনা হতাহত হলেও ইহুদিবাদী জনরোষের আশঙ্কায় তাদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না তেল আবিব সরকার।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা শুক্রবার রাতে এক অডিও বার্তায় বলেন, হামাস যোদ্ধাদের হামলায় প্রতিনিয়ত ইসরায়েলি সেনারা মারা পড়ছে এবং তারা বহু ফ্রন্টে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছে। কিন্তু তেল আবিব তার নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।

তিনি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ করে বলেন, তোমাদের নিহত সেনাদের সংখ্যা আজ হোক কিংবা কাল তোমরা শুনতে পারবে এবং সে সংখ্যাটি তোমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি।

আগের সংবাদগাজায় এক পরিবারের ৪১ সদস্যকে হত্যা
পরবর্তি সংবাদকওমি স্বীকৃতির পাঁচ বছর : সুফল নিয়ে প্রশ্ন বাড়ছে