ইজরাইলে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত

ফাতেহ ডেস্ক:

ইজরাইলের সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত কয়েক মাসের বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার রাতেও বিক্ষোভ করে হাজারো মানুষ। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের বাইরে জড়ো হয় আন্দোলনকারীরা।

এমনকি রোববার ভোরবেলায়ও রাজপথে দেখা যায় তাদের। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ছিলো। অনেকের হাতে ছিল ইজরাইলি পতাকা। তাদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে এ নিয়ে টানা ১১তম সপ্তাহের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলে বেকারত্ব বেড়েছে। তাই দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুকে সরে যেতে হবে। জেরুজালেমের বাইরেও বিভিন্ন শহরে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আগের সংবাদমসজিদে বিস্ফোরণ; ক্ষতিপূরণ চেয়ে রিট
পরবর্তি সংবাদদায়ীদের আইনের আওতায় না আনলে আন্দোলনের হুমকি নেতাদের