কাশ্মীরে স্বাধীনতাকামীদের বন্দুকযুদ্ধ : পুলিশসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরিদের স্বায়ত্তশাসন ও চূড়ান্তভাবে স্বাধীনতাে কেড়ে নেয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠা কাশ্মীরি জনগণকে অবরুদ্ধ করে রেখেছে ভারতীয় জান্তা বাহিনী। পাথর নিক্ষেপ ছাড়া তেমন কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কাশ্মীরি জনগণ। তবে গত দুই সপ্তাহে আজ প্রথমবারের মতো সরাসরি বন্দুক যুদ্ধে জড়িয়ে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে কয়েকজন স্বাধীনতাকামী। এতে ভারতীয় এক পুলিশ নিহত হবার পাশাপাশি শাহাদত বরণ করেছেন একজন কাশ্মীরি। আজ বুধবার কাশ্মীরের বারামুল্লাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, ‘একজন কাশ্মীরি নিহত হয়েছেন। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে এবং এক পুলিশ অফিসার নিহত এবং দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫-এ অনুচ্ছেদ দুটি বাতিল করে দেশটির কেন্দ্রীয় সরকার। এর ফলে ভারতের অন্য রাজ্যের বাসিন্দাদের কাশ্মীরে সম্পত্তি ক্রয় করার ওপর বিধিনিষেধ উঠে যায়। পাশাপাশি অন্য রাজ্যে বসবাসরত ভারতীয়দের কাশ্মীরে সরকারি চাকরি পাওয়া কিংবা কাশ্মীরে স্থায়ীভাবে বসবাসের বিধিনিষেধও বাতিল হয়ে যায়।

আগের সংবাদকলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড : একটি পর্যালোচনা
পরবর্তি সংবাদ‘কাশ্মীরে গণহত্যার পর নিহতদের অচিহ্নিত কবরে দাফন করা হচ্ছে’