
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের ওপর ভিসা-নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব মোড়ল আমেরিকা। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ও নির্বাসিত নাগরিকদের ফেরত নিতে পাকিস্তানের অস্বীকৃতির কারণে এ নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এ ছাড়াও জ্যেষ্ঠ কর্মকর্তাসহ পাকিস্তানিদের ভিসা প্রত্যাহার করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে কনস্যুলার কার্যক্রম অপরিবর্তিত থাকবে। কিন্তু গত ২২ এপ্রিলের ফেডারেল রেজিস্টারের প্রজ্ঞাপনে উল্লেখিত নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হতে পারে।
নির্বাসিত ও ভিসার মেয়াদোত্তীর্ণদের ফিরিয়ে নিতে অস্বীকার করা দেশগুলোকে মার্কিন আইন অনুসারে নিষেধাজ্ঞা আরোপ করা দশম দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে পাকিস্তান।
২০০১ সালে ঘানা, গায়ানা, ২০১৬ সালে গামবিয়া, ২০১৭ সালে কম্বোডিয়া, ইরিত্রিয়া, গিনি, সিয়েরা লিওন ও ২০১৮ সালে মিয়ানমার ও লাওস এই তালিকায় নাম লিখিয়েছে।